দক্ষিণ এশিয়ায় রাশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার পাকিস্তান : পুতিন


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১০ জুন ২০১৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দক্ষিণ এশিয়ায় রাশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার পাকিস্তান। শুক্রবার আস্তানায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে পুতিন এ মন্তব্য করেন।

রেডিও পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আস্তানার ওই বৈঠকে দ্বি-পাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা এবং সাম্প্রতিক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের নেতা।

পুতিন বলেন, রাশিয়া-পাকিস্তান সম্পর্ক গঠনমূলক এবং পরস্পরের জন্য উপকারী। ‘বিভিন্ন ক্ষেত্রে আমাদের সম্পর্ক গড়ে উঠেছে। এমনকি অল্প পরিমাণে হলেও আমাদের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। অবশ্যই এখন আমরা যা করছি তার চেয়ে আরো বেশি কিছু করা সম্ভব।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।