সৌদির হোটেলে আল-জাজিরা দেখালে এক লাখ রিয়াল জরিমানা


প্রকাশিত: ০৪:৪৫ এএম, ১০ জুন ২০১৭

এবার সৌদি আরবের সব হোটেল ও পর্যটন স্পটগুলোতে কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এ আদেশ অমান্যকারীদের এক লাখ সৌদি রিয়াল জরিমানা ও লাইসেন্স বাতিল করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।

শুক্রবার সৌদি কমিশন ফর ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ কর্তৃপক্ষ এ নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, সৌদির সব হোটেল, পর্যটন স্পট এবং সুসজ্জিত আবাসিক এলাকায় আল জাজিরা নেটওয়ার্কের সব চ্যানেল সরিয়ে ফেলতে হবে। এবং সেখানে সৌদির কোনো চ্যানেল দেখাতে হবে।

নির্দেশনা অমান্য করা হলে এক লাখ রিয়াল জরিমানা, লাইসেন্স বাতিল বা উভয় দণ্ড দিতে হবে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে কাতারের প্রতি কোনো রকমের সহমর্মিতা দেখানো হলে সৌদি আরব, বাহরাইন ও আরব আমিরাতের নাগরিকদের জেল ও জরিমানার বিধান জারি করেছে দেশগুলো। দেশ তিনটি কাতারের সঙ্গে সব বিমান যোগাযোগও বন্ধ রেখেছে।

এরআগে গত সপ্তাহে সন্ত্রাস-জঙ্গিবাদে সহযোগিতা ও অর্থায়নের অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবসহ আটটি দেশ।

একে নিজেদের সার্বভৌমত্বের ওপর আঘাতের প্রয়াস মন্তব্য করে কোনো রকম বশ্যতা স্বীকার না করার অঙ্গীকার করেছে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।