ব্রিটেনের লেবার পার্টির নতুন নেতার নাম ঘোষণা সেপ্টেম্বরে


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৪ মে ২০১৫

ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টি আগামী ১২ সেপ্টেম্বর তাদের দলের নতুন নেতার নাম ঘোষণা করবে। বুধবার দলের নির্বাহী কমিটি একথা জানায়। গত সপ্তাহের নির্বাচনে দলের ব্যাপক ভরাডুবির পর এড মিলিব্যান্ড পদত্যাগ করেন।

মধ্য-বামপন্থী এ দল জানায়, এ পদে মনোনয়ন জমা দেয়ার দিন আগামী ১৫ জুন শেষ হবে। লেবার পার্টির পরিচর্যা ও বয়স্ক বিষয়ক নারী মুখপাত্র লিজ কেন্ডাল এবং বাণিজ্য বিষয়ক মুখপাত্র চুকা উমুন্না আগেই ঘোষণা দিয়েছিলেন যে, তারা দলীয় প্রধানের পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

স্বাস্থ্য বিষয়ক মুখপাত্র অ্যান্ডি বার্নহাম এবং পূর্ত ও পেনশন বিষয়ক মন্ত্রী ইভেট্টি কুপার বুধবার এ পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। শিক্ষা বিষয়ক মুখপাত্র ট্রিস্ট্রাম হান্টকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। এ পদে প্রতিদ্বন্দ্বীদের লেবার পার্টির আইনপ্রণেতাদের ১৫ শতাংশের সমর্থন প্রয়োজন। আগামী ২৭ সেপ্টেম্বর দলের বার্ষিক সম্মেলনে এ নতুন নেতা দায়িত্ব নেবেন।

উল্লেখ্য, গত ৭ মে’র নির্বাচনে ব্রিটেনের হাউস অব কমন্সের ৬৫০ আসনের মধ্যে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ দল ৩৩১টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অপরদিকে এ নির্বাচনে লেবার পার্টি মাত্র ২৩২টি আসন পায়।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।