জয় পেয়েছেন রুশনারাও


প্রকাশিত: ০৫:২৩ এএম, ০৯ জুন ২০১৭

বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন রুশনারা আলী।

রুশনারা ৪২ হাজার ৯৬৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ৭ হাজার ৫৭৬ ভোট। অর্থাৎ ৩৫ হাজার ৫৯৩ ভোট বেশি পেয়েছের রুশনারা।

রুশনারার মতো জয় পেয়েছেন লেবার পার্টির অপর দুই বাংলাদেশি কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনের রূপা হক।

সর্বশেষ নির্বাচনেও প্রায় ২৫ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন রুশনারা। ২০১০ সালের নির্বাচনে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হিসেবে রুশনারা ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছিলেন।

১৯৭৫ সালে সিলেটে জন্মগ্রহণ করেন রুশনারা আলী। মাত্র সাত বছর বয়সে বাবা-মার সঙ্গে লন্ডনে পাড়ি জমান। ব্রিটেনের তরুণ রাজনীতিবিদদের মধ্যে প্রভাবশালী রুশনারা আলী অক্সফোর্ডে পড়াশোনা করেছেন। লেবার পার্টির ছায়া সরকারে শিক্ষা ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।