২০০ কোটি টাকার শেয়ার বিলিয়ে দিলেন তরুণ


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৪ মে ২০১৫

কোম্পানিতে নিজের শেয়ারের প্রায় ২০০ কোটি টাকা কর্মীদের মধ্যে বিলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাহুল যাদব নামের একজন ভারতীয় তরুণ। সম্প্রতি এমন ঘোষণা দিয়ে সবাইকে চমক লাগিয়ে দিয়েছেন তিনি।

হাউসিং ডট কম-এর সিইও রাহুল যাদব। কোম্পানিতে তার শেয়ারের মূল্য ১৫০ থেকে ২০০ কোটি টাকা। কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাহুল তার ১৫০ থেকে ২০০ কোটি টাকা দামের শেয়ার ২ হাজার ২’শ ৫১ জন কর্মীর মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কোম্পানির কর্মীরা তাদের এক বছরের বেতন অনুযায়ী শেয়ারের ভাগ পাবেন।

এ ব্যাপারে রাহুল বলেন, তার বয়স এখন মাত্র ২৬। জীবনের এই সময়ে টাকাপয়সা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। কোম্পানিতে রাহুলের শেয়ারের পরিমাণ ৪.৫ শতাংশ। কোম্পানির অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যদের তুলনায় তার শেয়ার সবচেয়ে বেশি।

এর আগে গত ৩০ এপ্রিল কোম্পানি থেকে ইস্তেফা দিয়েছিলেন রাহুল। বোর্ড ও লগ্নিকারীদের বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলে ইস্তেফা দিয়েছিলেন তিনি। পরে ৫ মে ইস্তেফা ফিরিয়ে নেন এবং নিজের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

এসএইচএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।