২০১৬ সালেও আফগানিস্তান ছাড়বে না ন্যাটো


প্রকাশিত: ১১:২৯ এএম, ১৪ মে ২০১৫
ফাইল ছবি

আফগানিস্তানে ন্যাটো বাহিনীর চলমান প্রশিক্ষণ মিশন ২০১৬ সালে শেষ হওয়ার কথা রয়েছে। আর এই প্রশিক্ষণ শেষ করে তাদের ২০১৬ সালের মধ্যে সেখান থেকে চলে যাওয়ার কথা। কিন্তু ২০১৬ সালেও ন্যাটোবাহিনী আফগানিস্তান ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে ন্যাটোর মহাসচিব জন স্টলবার্গ। খবর বিবিসির।

ন্যাটোর মহাসচিবের বরাত দিয়ে বিবিসি জানায়, ন্যাটো বিষয়টির ওপর ঐক্যবদ্ধ যে, আফগানিস্তানে চলমান মিশন শেষ হওয়ার পরও দেশটিতে তারা তাদের অবস্থান ধরে রাখাবে।

জন স্টলবার্গ জানান, বর্তমানে আফগান পুলিশ ও সামরিক বাহিনীকে প্রশিক্ষণের লক্ষ্যে ১২ হাজার ন্যাটো সৈন্য আফগানিস্তানে অবস্থান করছে। ২০১৬ সালে এ সংখ্যা আরো কমে যাবে। তবে জন স্টলবার্গ স্পষ্ট করেননি ২০১৬ সালের পর কি পরিমাণ ন্যাটোবাহিনী আফগানিস্তানে থাকবে।

জন স্টলবার্গ জানান, তাদের প্রতিনিধিত্ব করবে বেসামরিক ও সামরিক কর্তৃপক্ষ। তারা আফগান প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ ও নির্দেশনা দেবে।

অবশ্য আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি আমেরিকাকে ২০১৬ সালে সৈন্য প্রত্যাহারের বিষয়টি দ্বিতীয়বার বিবেচনা করার জন্য বলেছিলেন।

আফগানিস্তানে বিদেশি সৈন্যদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে আমেরিকার। ২০১১ সালে আফগানিস্তানে বিদেশি সৈন্য ছিল ১ লাখ ৩০ হাজার।

জেআর/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।