আমি হতভম্ব : লন্ডন হামলাকারীর মা


প্রকাশিত: ০৭:০৩ এএম, ০৮ জুন ২০১৭

গেল সপ্তাহে লন্ডনে যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে এতে নিজের ছেলের অংশগ্রহণের কথা শুনে হতভম্ব হয়েছেন ইউসুফ জাঘবার মা। এ ধরনের হামলা ঠেকাতে যা করার তার সব কিছু করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ইউসুফের মা বলছেন, হামলকারীদের একজন নিজের ছেলে এ কথা শুনে তিনি বড় ধরনের ধাক্কা খেয়েছেন। আহত ও নিহতদের পরিবারের প্রতি তার সমবেদনা রয়েছে। তবে তাদের কী বলবেন তা তিনি বুঝতে পারছেন না।

৬৮ বছর বয়সী ভ্যালেলিয়া খলিজা কলিনা সিএনএনকে বলেছেন, তার বলার কোনো ভাষা নেই।

তিনি বলেন, ও খারাপ লোকদের সাথে মিশেছিল। আমি বুঝতে পারছি না তারা ওর কী করেছে। আমি বিশ্বাস করতে পারছি না সে সন্ত্রাসী হয়ে গেল।

শনিবার রাতেই হামলান পর পুলিশের গুলিতে ২২ বছর বয়সী জাঘবা ছাড়াও আরও দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। ওই সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত হন। আহত হন বেশ ক’জন।

তাদের বিষয়ে জাঘবার মায়ের বক্তব্য, কিছু বলার কথা ভাবলেই আমার লজ্জা লাগছে।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।