যুক্তরাজ্যে ভোটের অপেক্ষা


প্রকাশিত: ০৪:৩৯ এএম, ০৮ জুন ২০১৭

যুক্তরাজ্যে আজ আগাম নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। দেশের মানুষ তাদের মূল্যবান ভোট দেয়ার অপেক্ষায় রয়েছেন।

যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সাতটায় ভোট শুরু হবে আর চলবে রাত ১০টা পর্যন্ত। দেশের ৪০ হাজারের বেশি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় প্রায় ৪ কোটি ৭ লাখ নিবন্ধিত ভোটার তাদের মূল্যবান ভোট দিয়ে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। এই ভোটে দেশের ৬৫০ জন এমপি নির্বাচিত হবেন।

বুধবার শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন ক্ষমতাসীন দল কনজারভেটিভ দল ও প্রধান বিরোধী দল লেবার পার্টি।

General

এই ভোটের মাধ্যমেই জানা যাবে প্রধানমন্ত্রী থেরেসা মে আবারও ক্ষমতা ফিরে পাবেন নাকি তাকে লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, ব্রেক্সিটের ঠিক পরেই লেবারদের থেকে যে ২০ পয়েন্টে এগিয়ে ছিল টেরেসা মে তা কমতে কমতে ব্যবধান এখন মাত্র এক পয়েন্টের সামান্য বেশি। দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

২০২০ সাল নাগাদ দেশের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ব্রেক্সিট ইস্যুতে নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন থেরেসা মে।

General

ভোটের প্রচারণা শেষে স্টোক অন ট্রেন্ট-এ থেরেসা মে তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘ব্রিটেনকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং ব্রিটেনের হয়ে কথা বলার জন্য আপনাদের দরকার। আমি ব্রিটেনের জন্যে লড়ব। আপনারা আমার হাত শক্ত করুন।’

এর আগে ২০১৫ সালের নির্বাচনে ৬৫০টি আসনের মধ্যে ৩৩১টি আসনে জয়লাভ করে কনজারভেটিভ দল।

দেশের বিভিন্ন স্কুল, কমিউনিটি সেন্টার এবং প্যারিস হলে ভোট গ্রহণ করা হবে। শুক্রবার সন্ধ্যা নাগাদ ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।