পুরো স্যুটকেসই কোকেনের তৈরি


প্রকাশিত: ০৪:৩৩ এএম, ০৮ জুন ২০১৭

চীনের শাংহাইয়ে শুল্ক কর্মকর্তাদের হাতে এক নারী গ্রেফতার হয়েছেন, যার কাছ থেকে এমন দুটি স্যুটকেট পাওয়া গেছে যেগুলো প্রায় সম্পূর্ণ তৈরি করা হয়েছে কোকেন দিয়ে। বিবিসি।

দক্ষিণ আমেরিকার কোনা একটি দেশ থেকে ওই নারী চীনে আসছিলেন।

তার সঙ্গে থাকা স্যুটকেস স্ক্যান করে বিমানবন্দর কর্তৃপক্ষ দেখেন, স্যুটকেসটির রঙ স্বাভাবিকের চেয়ে বেশি গাড় এবং স্যুটকেসের মধ্যে কিছু না থাকলেও তার ওজন অপেক্ষাকৃত বেশি।

পরে পরীক্ষা করে দেখা যায়, স্যুটকেসটি ১০ কেজি কোকেন দিয়ে তৈরি।

ফেব্রুয়ারির ঘটনাটি প্রায় ৪ মাস পর এসে প্রকাশ করেছে পুলিশ।

কোকেন পাচারে মাদক ব্যবসায়ীরা প্রায়ই অভিনব সব পন্থা বের করেন।

তবে এভাবে স্যুটকেস তৈরি করে কোকেন পাচারের চেষ্টা এবারই প্রথম ধরা পড়ল।

ওই নারীকে যখন স্যুটকেসটি খালি করতে বলা হয় তখন এর মধ্যে রহস্যজনক কিছুই পাওয়া যাচ্ছিল না। কেবল স্যুটকেসটির ওজন দেখই একটু খটকা লাগছিল বিমানবন্দর কর্তৃপক্ষের।

চীনে কোকেন বিরল এক মাদক। ধারণা করা হচ্ছে, বিপুল পরিমাণ এই কোকেন সফলভাবে পাচার করতে পারলে বড় অঙ্কের টাকা পেতেন ওই নারী।

চীনের আইন অনুসারে কেউ ৫০ কেজির বেশি কোকেন পাচারে দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে।

এবারই প্রথম এ ধরনের ঘটনা ধরা পড়লেও এরআগে এভাবে কতগুলো স্যুটকেস পাচার হয়েছে সে সম্পর্কে কারোরই স্পষ্ট ধারণা নেই।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।