ভারতে ট্রেনে বিস্ফোরণের ঘটনায় আটকরা রিমান্ডে


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১৩ মে ২০১৫

ভারতের পশ্চিমবঙ্গের উত্তরচব্বিশ পরগনায় চলন্ত ট্রেনে বিস্ফেরণের ঘটনায় আটক দু’জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির আদালত। বুধবার অভিযুক্ত কানা ভোলা এবং সাদ্দাম হোসেনের রিমান্ড মঞ্জুর করে আদালত। একই সঙ্গে আরো এক অভিযুক্ত রাহুল দাসের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

কৃষ্ণনগর লোকালে বিস্ফোরণ-কাণ্ডে জড়িত সন্দেহে মঙ্গলবারই কানা ভোলা, সাদ্দাম এবং রাহুল দাসকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাদের আদালতে তোলা হয়।

জানা গেছে, মঙ্গলবার রাত ৩ টা ২৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে আপ ৩১৮১৮ কৃষ্ণনগর লোকাল। ভোর ৪টা নাগাদ ট্রেনটি ব্যারাকপুর স্টেশনে ঢোকার মুখে হঠাৎ এ বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়।

এসএইচএস/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।