এনডিটিভি প্রধানের বাড়িতে সিবিআই তল্লাশি


প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৫ জুন ২০১৭

আইসিআইসিআই ব্যাংকের আর্থিক ক্ষতির ঘটনায় ভারতের প্রথম সারির টেলিভিশন নিউজ চ্যানেল এনডিটিভির প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ চেয়ারম্যান প্রণয় রায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

ওই ব্যাংকের আর্থিক ক্ষতির নেপথ্যে প্রণয় রায় ও তার স্ত্রী রাধিকা রয়েছেন বলে অভিযোগ। যদিও চ্যানেলের পক্ষ থেকে এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করা হচ্ছে। চ্যানল জানিয়েছে, তারা এর বিরুদ্ধে লড়াই চালাবে।

এছাড়াও এই ঘটনায় দিল্লি ও দেরাদুনের বিভিন্ন অংশে তল্লাশি চালায় সিবিআই। সিবিআইয়ের কাছে অভিয়োগ রয়েছে, যে প্রণয় রায় ও তার স্ত্রী রাধিকা রায়, একটি প্রাইভেট সংস্থা ও আরও অনেকে মিলে আইসিআইসিআই ব্যাংকের ৪৮ কোটি টাকার ক্ষতি করেছে।

ধারণা করা হচ্ছে, ওই টাকা অভিযুক্তরা অন্য কোথাও ট্রান্সফার করেছে।

এনডিটিভির সঙ্গে জড়িত এই ঘটনাই প্রথম নয়, এর আগে ২০১৫ সালে নোটিশ জারি করা হয় এই চ্যানেলের বিরুদ্ধে, তখন অভিযোগ ছিল দেশটির ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন তারা লঙ্ঘন করেছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।