দৈত্যাকৃতির স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ভারতের


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০৫ জুন ২০১৭

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দৈত্যাকৃতির একটি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারত। সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা ২৮মিনিটে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি-মার্ক ৩ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

এর আগে ইন্ডিয়ান স্পেস রিসার্স অর্গানাইজেশন, জিএসএলভি-মার্ক ৩ নামের ওই রকেট উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন করে। ভারতের এ রকেট উৎক্ষেপণকে গেম চেঞ্জার হিসেবে উল্লেখ করা হচ্ছে দেশটির গণমাধ্যমে।

দীর্ঘ ২৫ ঘণ্টারও বেশি পরীক্ষা-নিরীক্ষার পর রকেটটি উৎক্ষেপণের অনুমতি দেয় প্রকল্পের রিভিউ কমিটি ও উৎক্ষেপণ বোর্ডের বিশেষজ্ঞরা। ভারতের এযাবৎ উৎক্ষেপণ করা বৃহৎ রকেটের মধ্যে অন্যতম জিএসএলভি-মার্ক ৩।

দুই দশমিক ৩ টনের কোনো স্যাটেলাইট পাঠাতে হলে এর আগে ভারতকে অন্য দেশের সহায়তা চাইতে হতো। কিন্তু ৩ হাজার একশ ৩৬ কেজি ওজন বহন করতে সক্ষম এ স্যাটেলাইটটি ভারত নিজেই উৎক্ষেপণ করেছে। উৎক্ষেপণের ১৬ মিনিটের মাথায় স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছেছে।

কেএ/এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন