টর্নেডোর সামনে নির্বিকার ঘাস কাটার ছবি ভাইরাল


প্রকাশিত: ০৪:১৫ এএম, ০৫ জুন ২০১৭

বেড়াঘেরা উঠানে ঘাস কাটার যন্ত্র দিয়ে ঘাস কাটছেন এক ব্যক্তি। খুব স্বাভাবিক এ দৃশ্যপট ভিন্ন মাত্রা পেয়েছে ওই ব্যক্তির পেছনের দৃশ্যের জন্য। সেখানে দেখা যাচ্ছে ধেয়ে আসছে ভয়ঙ্কর এক টর্নেডো। টর্নেডোর এ ছবিটিই ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ছবিটি তোলা হয়েছে কানাডার আলবার্টার থ্রি হিলস থেকে। থিউনিস ওয়েসেলস নামে ওই ব্যক্তির স্ত্রী সিসিলা বলছেন, থিউনিস খুব ভালো করেই জানতেন টর্নেডোর বিষয়ে, কিন্তু ওর কোনো ভয়ই হচ্ছিল না।

সিসিলা আরও বলছেন, টর্নেডোটি তাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে ছিল। ছবিতে অবশ্য দেখে মনে হচ্ছে এটি অনেক কাছে ছিল।

ঝড়ো বাতাস খুব অল্প সময়ের মধ্যেই চলে গিয়েছিল বলেও জানান সিসিলি।

সিসিলি জানান, শুক্রবার তিনি ঘুমাচ্ছিলেন। মেয়ের ডাকে তার ঘুম ভাঙে।

তিনি বলেন, মেয়ে খুব ভয় পাচ্ছিল। ও বার বার বলছিল, মা আমরা কী কবরো?

থিউনিস কী করছে তা দেখতে বাইরে বের হয়ে তিনি দেখেন সে ঘাস কেটেই যাচ্ছে।

স্ত্রীকে বের হয়ে আসতে দেখে থিউনিস বলেন, সমস্যা নেই, সব ঠিক আছে।

সম্প্রতি টর্নেডো বিষয়ে একটি সেমিনারে অংশ নেয়ার এ সম্পর্কে থিউনিসের ধারণা ছিল বলেও জানান সিসিলি।

থিউনিসের ঘাস কাটার ছবিটি তুলেছিলেন সিসিলি নিজেই। এরপর তিনি সেটা ফেসবুকে পোস্ট করেন।

ফেসবুক থেকেই ছবিটি দেখেন দক্ষিণ আফ্রিকায় থাকা সিসিলির মা। জামাতার কাণ্ড দেখে তিনি খুব ভয় পেয়েছিলেন। তিনি বলছিলেন, তুমি ওকে (থিউনিসকে) বাইরে থাকতে দিলে কেন?

ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গে ছবিটি ঝড় তোলে।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।