লন্ডন হামলার দায় স্বীকার আইএসের


প্রকাশিত: ০৩:২৮ এএম, ০৫ জুন ২০১৭

স্থানীয় সময় শনিবার রাতে লন্ডনের প্রাণকেন্দ্র লন্ডন ব্রিজের কাছে চালান পৃথক তিন হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সিএনএন।

সিএনএন বলছে, আইএসের মুখপত্র আমাক নিউজ এজেন্সিতে এ হামলার দায় স্বীকার করা হয়েছে। তবে সিএনএনের সন্ত্রাস বিষয়ক বিশ্লেষক পল ক্রুইকশাঙ্ক বলছে, দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি আইএস।

শনিবারের ওই হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৮ জন।

ঘটনার পরপরই পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হন। এরপর দেখা যায় তার শরীরে যে সুইসাইড বেল্ট বাঁধা ছিল সেগুলো নকল।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের গুলিতে নিজেদের মৃত্যু নিশ্চিত করতেই নকল সুইসাইড বেল্ট শরীরে বেঁধেছিলেন হামলাকারীরা।

চলতি বছরে যুক্তরাজ্যে এটি তৃতীয় সন্ত্রাসী হামলার ঘটনা।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।