ফিলিপাইনে কারখানায় অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু


প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৩ মে ২০১৫

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি প্লাস্টিক কারাখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ভবনটিতে কর্মরত অন্যান্য শ্রমিক আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার কর্মকর্তারা এ কথা জানান।

উত্তরাঞ্চলীয় উপশহর ভানেঞ্জয়েলার স্থানীয় সরকার বার্তাসংস্থা এএফপিকে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে।

শহরের মেয়র বার্তা রেক্স গাতচালিয়ান ম্যানিলার টেলিভিশন এবিসি-সিবিএনকে জানান, অগ্নিকাণ্ডের সময় ওই কারখানায় ৪০ জন কাজ করছিলেন।

গাতচালিয়ান আরো জানান, বেশ কয়েকজন লোক ওই কারখানা থেকে বেরিয়ে এসেছে। তবে এখনো কেউ ওই কারখানায় আটকা রয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

ভানেঞ্জয়েলার এক কর্মকর্তা জানান, কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।