ব্লগার খুনের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৮:২৪ এএম, ১৩ মে ২০১৫

ব্লগার অনন্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার রাত ১টায় এ মামলা দায়ের করা হয়।

মামলার পর রাতে বিমানবন্দর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয় কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানান ওসি।

বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জাগো নিউজকে জানান, অজ্ঞাতনামা চার মুখোশধারী দুর্বৃত্তকে এজাহারে আসামি করা হয়েছে। রাতেই মামলাটি রেকর্ড করা হয়েছে। পরিদর্শক (তদন্ত) নুরুল আলমকে এ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার রহমত ­উল্লাহ জানান, অনন্তের হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য মঙ্গলবার রাতভর অভিযান চালানো হলেও কাউকে পাওয়া যায়নি। চারজন মুখোশধারী এই হত্যাকাণ্ডে অংশ নেয় বলে আমরা জানতে পেরেছি। পুলিশ তাদের ধরার চেষ্টা করছে।

এদিকে অনন্তের হত্যার প্রতিবাদে ও জড়িতদের সনাক্ত করে সবোর্চ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে সিলেটে গণজাগরণ মঞ্চ ও প্রগতিশীল ছাত্র জোটের ডাকা অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে।

ছামির মাহমুদ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।