মার্কিন জঙ্গিবিমান পারস্য উপসাগরে বিধ্বস্ত


প্রকাশিত: ০৫:১৩ এএম, ১৩ মে ২০১৫
ফাইল ছবি

পারস্য উপসাগরে মার্কিন সেনাবাহিনীর একটি  জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানবাহী জাহাজ থেকে ওড়ার পরই বিমানটি বিধ্বস্ত হয়ে বলে জানানো হয়েছে।

এফ/এ-১৮এফ সুপার হরনেট জঙ্গিবিমানটি মার্কিন বিমানবাহী জাহাজ ইউএসএস থিওডোর রুজভেল্ট থেকে মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে পাঁচটার দিকে আকাশে ওড়ে। এর পরপরই বিমানটি বিধ্বস্ত হওয়ার কথা জানানো হয়।

বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানায়নি মার্কিন নৌবাহিনী। তবে এটি দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে থাকতে পরে আভাস দিয়েছে। কোনো বৈরী তৎপরতায় বিমানটি ধ্বংস হয় নি বলে মার্কিন নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে। জঙ্গি বিমানটিতে দু’জন ছিল এবং তাদেরকে দুর্ঘটনার পর পরই উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে মার্কিন নৌবাহিনী।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।