জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প


প্রকাশিত: ০২:৫৪ এএম, ১৩ মে ২০১৫

জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় ভোর ৬টা ১২ মিনিটে এ ভূ-কম্পন আঘাত হানে। তবে, এ ঘটনায় কোনও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূ-কম্পনটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরের ৩৮.৯ কিলোমিটার গভীরে। এ ভূ-কম্পনের পরে কোনও সুনামি সতর্কতা জানায়নি জাপানের আবহাওয়া বিভাগ।

তবে, নিকটবর্তী ওফুনাতো ও শিনকানসেন শহরে সাময়িক বন্ধ রাখা হয়েছে বুলেট ট্রেনসহ সব ধরনের ট্রেন সার্ভিস।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।