জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প
জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় ভোর ৬টা ১২ মিনিটে এ ভূ-কম্পন আঘাত হানে। তবে, এ ঘটনায় কোনও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূ-কম্পনটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরের ৩৮.৯ কিলোমিটার গভীরে। এ ভূ-কম্পনের পরে কোনও সুনামি সতর্কতা জানায়নি জাপানের আবহাওয়া বিভাগ।
তবে, নিকটবর্তী ওফুনাতো ও শিনকানসেন শহরে সাময়িক বন্ধ রাখা হয়েছে বুলেট ট্রেনসহ সব ধরনের ট্রেন সার্ভিস।
এএইচ/এমএস