উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞার পরিধি বাড়ল


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ০৩ জুন ২০১৭

একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। উত্তর কোরিয়ার বৈদেশিক গুপ্তচর সংস্থার প্রধানসহ ১৪ জন কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি চারটি প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা দেয়া হয়েছে। খবর বিবিসি।

উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠকের সপ্তাহখানেক পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

পিয়ংইয়ংকে সব ধরনের পারমানবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। জাতিসংঘের ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদ শুক্রবার ওই নিদ্ধান্ত নিয়েছে।

নিষিদ্ধ ১৪ কর্মকর্তাদের মধ্যে চৌ লু রয়েছেন; যিনি উত্তর কোরিয়ার বৈদেশিক গুপ্তচর সংস্থার প্রধান।

North-Korea

নিষিদ্ধ প্রতিষ্ঠানের তালিকায় আছে নর্থ কোরিয়া স্ট্র্যাটেজিক রকেট ফোর্স, দ্য কোরীয় ব্যাংক এবং দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠান।

দ্য কোরীয় ব্যাংক দেশটির শীর্ষ নেতাদের আর্থিক ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে। যাদের মধ্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনও আছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটির কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত ধৈর্য্য শেষ হয়ে গেছে। উত্তর কোরিয়ার মিত্র চীনের সঙ্গে সমঝোতা করছে ট্রাম্প প্রশাসন।

২০০৬ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রথমবারের মতো উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

কেএ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।