উত্তর কোরিয়ার সামরিক প্রধানের হত্যার রায় কার্যকর


প্রকাশিত: ০২:৩৯ এএম, ১৩ মে ২০১৫

উত্তর কোরিয়ার সামরিক প্রধানের বিরুদ্ধে দেওয়া হত্যা রায় কার্যকর করা হয়েছে। গোয়েন্দা সূত্র এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রিয় বার্তা সংস্থা ইউনহ্যাপ এজেন্সির বরাত দিয়ে দেশটির একজন সংসদ সদস্য এ তথ্য জানান। খবর বিবিসি।

খবরে বলা হয়, ২০১২ সালে উত্তর কোরিয়ার সামরিক প্রধান হায়ন উন কুলকে রাজনৈতিক কারণে আটক করা হয়। গত ৩০ এপ্রিল বিমান বিধ্বংসী গোলায় বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অবিযোগ আনা হয়েছিল। তবে উত্তর কোরিয়া সিউলের এ দাবি অস্বীকার করেছে।
   
ইউনহ্যাপের এ দাবির প্রেক্ষিতে পিয়ংইয়ংয়ের জাতীয় গোয়েন্দা বিবাগের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলঅ হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের এক অনুষ্ঠান চলাকালে ঘুমিয়ে পড়েছিলেন হায়ন। পরে তাকে সতর্ক করা হয়। তিনি ২০১২ সালে দেশটি সেনা প্রধান ছিলেন। এছাড়া ২০১০ সালে জেনারেল হন। তবে এর বেশি আর কিছু বিবৃতিতে জানানো হয় নি।  

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।