ট্রেনের চাকায় কাটা পড়লো কিং কোবরা


প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১২ মে ২০১৫

ভারতের পশ্চিমবঙ্গের জলঢাকা রেলব্রিজের কাছে ট্রেনে কাটা পড়েছে ১২ ফুট লম্বা একটি কিং কোবরা। মঙ্গলবার সকালে এলাকার চাপড়ামারির কাছে টহল দেওয়ার সময় বনকর্মীরা ট্রেনে কাটা পড়া সাপটিকে দেখতে পান। খবর দেওয়া হয় বনবিভাগের খুনিয়া রেঞ্জে।

সেখান থেকে বনকর্মীরা এসে সাপের দেহ উদ্ধার করে নিয়ে যান। কখন, কোন ট্রেনের ধাক্কায় কিং কোবরা কাটা পড়ল, তা খোঁজ করে দেখছেন বনকর্মীরা।

কী করে কিং কোবরা ওইখানে গেল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে, বনকর্মীরা এ বিষয়ে মুখ খুলতে চাননি।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।