ফিলিপাইনে ডাকাতের হামলায় নিহত ৩৪


প্রকাশিত: ০৪:০৪ এএম, ০২ জুন ২০১৭

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি ক্যাসিনোতে ডাকাতের হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। এক বন্দুকধারী ক্যাসিনোতে এলোপাতাড়ি গুলি ছুড়লে এবং ক্যাসিনো টেবিলে আগুন ধরিয়ে দিলে ওই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ওই ক্যাসিনোতে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। খবর রয়টার্সের।

পুলিশ জানিয়েছেন, অজ্ঞাত এক বন্দুকধারী হামলা চালানের পর নিজেই আত্মহত্যা করেছেন। রিসোর্টস ওয়ার্লড ইন্টারটেইনমেন্ট কমপ্লেক্সে বৃহস্পতিবার মধ্যরাতে ওই নাটকীয় ঘটনা শুরুর কয়েক ঘণ্টা পরেই সেখানে ধোঁয়া দেখতে পেয়ে পুলিশ তল্লাশি চালালে ওই বন্দুকধারী আত্মহত্যা করেন।

Philippine

ফায়ার প্রটেকশন সূত্র জানিয়েছে, পুরো কমপ্লেক্সে ধোঁয়া ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন দমবন্ধ হয়ে মারা যান।

রিসোর্টের মালিক জানিয়েছেন, কর্তৃপক্ষ ওই ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন। এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা হতাহতের খবর পেয়েছেন।

Philippine

শুক্রবার সকালে হোটেলে একটি রুম থেকে অজ্ঞাত বন্দুকধারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি হোটেলের রুমের ভেতরেই নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন।

Philippine

ওই ঘটনায় কমপক্ষে আরো ৫৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।