ঠাকুরগাঁওয়ে ঝড়ে লণ্ডভণ্ড বেশ কয়েকটি গ্রাম


প্রকাশিত: ০১:১৩ পিএম, ১২ মে ২০১৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বেশ কিছু গ্রামে টর্নেডোর আঘাতে প্রায় অর্ধশতাধিক কাঁচা ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। এসময় ভেঙে গেছে গাছপালা, ক্ষতি হয়েছে ফসলেরও।

অন্যদিকে, ঝড় চলাকালে মঙ্গলবার দুপুর ১টা ৬ মিনিট থেকে ৪৫ মিনিট ও ১টা ৩০ মিনিটে ১০ সেকেন্ডের ভূ-কম্পন অনুভূত হয়েছে। এসময় ঘর থেকে বের হতে ছোটাছুটি করতে থাকে এলাকার মানুষ। আতঙ্কিত হয়ে পরে অনেকেই।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা পৌনে ১টায় ঝড়ো-বাতাস শুরু হলে উপজেলার ৮টি গ্রামের প্রায় অর্ধশতাধিক বাড়ি-ঘর ভেঙে যায়। ক্ষতিগ্রস্থ মানুষগুলো বর্তমানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বারান্দায় আশ্রয় নিয়েছেন।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পীরগঞ্জে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থের খবর পাওয়া গেছে। ওই এলাকা পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট ইউএনওকে পরিদর্শন করে রিপোর্ট করতে বলা হয়েছে। এখন পর্যন্ত ভূ-কম্পন ও ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস জানান।

রবিউল এহসান রিপন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।