ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাকিস্তানের পাঁচ সেনা নিহত


প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০১ জুন ২০১৭

সীমান্তের নিয়ন্ত্রণ লাইন বরাবর ভারতীয় সেনাবাহিনীর গুলিতে অন্তত পাঁচ পাকিস্তানি সেনা নিহত ও আরো ছয় সদস্য আহত হয়েছে। সীমান্তে পাকিস্তানের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের প্রতিশোধ নিতে ভারতীয় সেনাবাহিনীর পাল্টা গুলিতে এ হতাহতের ঘটনা ঘটেছে।

আইবি টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মিরের উধমপুর জেলার বাট্টাল সেক্টরে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনাবাহিনী।

বৃহস্পতিবার সকালের দিকে জম্মু-কাশ্মিরের বারামুল্লা জেলায় দুই সন্ত্রাসীকে নিরস্ত্র করেছে। এই দুই সন্ত্রাসীর পরিচয় প্রকাশ করেছে স্থানীয় পুলিশ। ওই দুই সন্ত্রাসী হলো ব্রাথ কলানের ইজাজ আহমাদ মীর ও বোমাই সুপোরের বাশারাত আহমাদ শেখ।

পুলিশ বলছে, এই দুই সন্ত্রাসী বুধবার সুপোরের পুলিশ স্টেশনে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত। ওইদিন পুলিশ স্টেশনে হামলায় অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছিলেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।