অন্ধ যুবকের শিরশ্ছেদ করছে সৌদি


প্রকাশিত: ১১:০২ এএম, ০১ জুন ২০১৭

এক প্রতিবন্ধী যুবকের শিরশ্ছেদের আদেশ দিয়েছে সৌদি আরবের আদালত। প্রতিবাদে অংশ নেয়ায় মুনির আদম (২৩) নামের ওই যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

ছোট বেলায় এক দুর্ঘটনায় দৃষ্টি ও শ্রবণশক্তি হারিয়েছেন মুনির। তার শিরশ্ছেদের বিরুদ্ধে আপিল করা হলেও আদালতে তা খারিজ হয়ে যায়। সৌদি বাদশা মুনিরের মৃত্যুদণ্ডাদেশে স্বাক্ষর করার আগ পর্যন্ত তিনি আরেকবার অাপিল করার সুযোগ পাবেন।

সৌদি আরবের শরিয়াহ আইন অনুযায়ী শারীরিকভাবে অক্ষম ও প্রতিবন্ধী কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়ার অনুমতি নেই। ইতোমধ্যে বিভিন্ন মানবাধিকার সংগঠন মুনির আদমের শারীরিক অক্ষমতার পক্ষে চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র তুলে ধরেছে।

২০১২ সালে এক বিক্ষোভে অংশ নিয়ে তিনি গ্রেফতার হয়েছিলেন। গত বছর তার শিরশ্ছেদের আদেশ দেয়া হয়। বিক্ষোভে সহিংসতার অভিযোগে সৌদি অারবের বিশেষ অপরাধ আদালতে তার বিচার হয়। তবে মুনিরের স্বাক্ষর করা স্বীকারোক্তির বাইরে আদালত অন্য কোনো প্রমাণ পায়নি। অভিযোগ উঠেছে তার ওপর চাপ প্রয়োগ করে ওই স্বীকারোক্তি নেয়া হয়েছে।

সৌদি আরবে চলমান নির্যাতন ও বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেন মানবাধিকার সংগঠনের কর্মীরা। সম্প্রতি সৌদি আরবে সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মানবাধিকার কর্মীদের ওই আহ্বানে সাড়া না দেয়ায় ব্যাপক সমালোচনার শিকার হন।

মানবাধিকার সংগঠন রিপ্রাইভের পরিচালক মায়া ফোয়া ডেইলি মেইলকে জানান, যুক্তরাষ্ট্রের মূল্যবোধের জন্য ট্রাম্প প্রশাসনকে এ ব্যাপারে এখনই পদক্ষেপ নিতে হবে। মুনিরের মুক্তির জন্য তাদের আহ্বান জানানো উচিত। এছাড়া অন্যান্য মুক্তিকামী মানুষদের নির্যাতন বন্ধে হস্তক্ষেপ জরুরি।

তিনি অারও বলেন, সফরকালে মানবাধিকারের বিষয়টিতে গুরুত্ব না দিয়ে কার্যত সৌদি আরবকে মানবাধিকার লঙ্ঘন চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন ট্রাম্প। চলতি বছরের শুরুতে একদিনেই ৪৭ জন শিয়ার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করেছে সৌদি আরব। এখন পর্যন্ত ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি।

সূত্র : নিউজ হাব।

কেএ/এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।