রুশ হস্তক্ষেপের বিষয়ে তথ্য দিচ্ছেন না ট্রাম্পের আইনজীবী


প্রকাশিত: ০৬:২৬ এএম, ৩১ মে ২০১৭

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে কোনো তথ্য দিচ্ছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। এই আইনজীবী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপ প্রসঙ্গে তদন্তের অংশ হিসেবে তার কাছে তথ্য চেয়েছে দুইটি কংগ্রেসনাল প্যানেল। তবে তিনি এ বিষয়ে সাহায্য করতে পারবেন না। খবর বিবিসির।

ক্রেমলিনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়েছিল কিনা সেই বিষয়ে তথ্য ও প্রমাণ দিতে কোহেনকে তাগিদ দেয়া হয়েছে। কিন্তু এসব বিষয়ে কোনো তথ্য দিতে সম্মত হননি তিনি।

কোহেন মার্কিন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, কংগ্রেশনাল দু’টি প্যানেল থেকে তার কাছে তথ্য জানতে চাওয়া হয়েছে।

রাশিয়ার সঙ্গে কোনো প্রকারের কোনো যোগাযোগ হয়েছে কিনা সেই তথ্য ও প্রমাণ সরবরাহ করতে তাকে তাগাদা দেয়া হয়েছে। তবে তথ্য ও প্রমাণ সরবরাহের বিষয়ে তিনি মোটেও সম্মত হননি।

কোহেন জানিয়েছেন, বিষয়টি অনেক বিস্তৃত তাই উত্তর দিতে তিনি প্রস্তুত নন। আসলে এমন মন্তব্য করে তিনি তথ্য সরবরাহ থেকে বিরত থেকেছেন।

এর আগে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাতা জেয়ার্ড কুশনারের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে এফবিআই।

মার্কিন গণমাধ্যমে বিভিন্ন সময়ে দাবি করা হয়েছে যে, গত ডিসেম্বরে কুশনার রাশিয়ার সঙ্গে গোপন পন্থায় ওয়াশিংটনের যোগাযোগ করিয়েছিলেন। কুশনার গোপনে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।