স্কটল্যান্ডকে ক্ষমতা দেয়া হবে না : ক্যামেরন


প্রকাশিত: ০৪:৩২ এএম, ১২ মে ২০১৫

ব্রিটেনে সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনী বিজয়ী কনজারভেটিভ দলের নেতা ও প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরন স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য আলাদা কোন গণভোটের সম্ভবনাকে উড়িয়ে দিয়েছেন। দেশটির গণমাধ্যম চ্যানেল ফোর নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে ক্যামেরন বলেন, যুক্তরাজ্যের সঙ্গে স্কটল্যান্ডকে রাখার জন্য যা যা করা প্রয়োজন সবই করা হবে।

স্কটল্যান্ডকে কোন ধরণের ক্ষমতা হস্তান্তর করা হবে না। খবর প্রেস টিভি। ওই সাক্ষাতকারে ক্যামেরন জোর দিয়ে বলেন, স্কটল্যান্ডের ভোটাধিকার যুক্তরাজ্যের সঙ্গে থাকবে।

স্কটল্যান্ডের স্বাধীনতার বিষয়ে ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর গণভোটের আয়োজন করা হয়। ৩০৭ বছরের রাজনৈতিক ইতিহাসের মধ্যে সেটেই প্রথম গণভোট অনুষ্ঠিত হয়।গণভোটে স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে ৫৫-৪৫ শতাংশ ফলাফলে শেষ হয়। এ গণভোটের পরে স্কটল্যান্ডের সংসদের জন্য আলাদা কমিশন গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, বৃহস্পতিবার শেষ হওয়া দেশটির সাধারণ নির্বাচনে ৬৫০টি আসনের মধ্যে ৩৩১টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে কনজারভেটিভ পার্টি।  

জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।