১১ মে : একনজরে সারাদিনের খবর
ওয়াশিংটন পোস্টে বাংলাদেশের ইটভাটা শ্রমিকদের দুঃখগাথা
ক্রমবর্ধমান নগরায়নের দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। গ্রামাঞ্চল পরিণত হচ্ছে ইট-সুরকি-চুনের শহরে। আর এ সকল কাজে রয়েছে ইটভাটার শ্রমিকদের হারভাঙা খাটুনি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট পত্রিকায় বাংলাদেশের ইটভাটা ও ইটভাটার শ্রমিকদের করুণ কাহিনী নিয়ে একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে ইটভাটা ও শ্রমিকদের আদি-অন্ত।
সন্তুষ্ট প্রধানমন্ত্রী!
ভারতের সঙ্গে ৪১ বছরের অমীমাংসিত সীমান্ত সমস্যা সমাধানে আইনি জটিলতা দূর হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এটি আওয়ামী লীগের বড় অর্জন হিসেবে দেখছেন। বলেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আমি আজ সন্তুষ্ট।’ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সন্তুষ্টির কথা জানান প্রধানমন্ত্রী।
বাজেট অধিবেশন শুরু ১ জুন
জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে আগামী ১ জুন সোমবার। ওইদিন সাড়ে পাঁচটায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সংসদের অধিবেশন আহ্বান করেছেন। সংসদের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানানো হয়েছে। জানা যায়, রোববার এ সম্পর্কিত ফাইল চূড়ান্ত করে সংসদ সচিবালয়। এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তা পাঠানো হয়। রাষ্ট্রপতি সোমবার ওই ফাইলে স্বাক্ষর করে সংসদ অধিবেশন আহ্বান করেন।
পকেট ভারী করতে চাল আমদানি করছে সরকার : বিএনপি
দলীয় লোকদের পকেট ভারী করতেই সরকার চাল আমদানি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটে নয়াপল্টন বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান রিপন বলেন, সরকার দেশে খাদ্য ঘাটতি নেই বলে দাবি করলেও গত বছরের তুলনায় এ বছর চারগুণ বেশি চাল আমদানি করা হয়েছে। দেশে কৃষকরা চালের ন্যায্য মূল্য না পাওয়ায় তারা উৎপাদন বিমূখ হচ্ছে। ফলে দেশ হুমকির মুখে পড়বে।
বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় আরো দুই প্রকৌশলী বরখাস্ত
গাজীপুরে গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় এবার বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বরখাস্তকৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. ইকরামুল হক ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. আবুল হাসেম।
‘এখন আর তোর সিডিউল পাচ্ছি না সায়েম সাদাত’
হঠাৎ করে না ফেরার দেশে চলে গেলেন তরুণ অভিনেতা সায়েম সাদাত। ২৭ বছর বয়সী এই তরুণ খুব কম সময়েই জনপ্রিয় হয়ে ওঠেছিলেন তরুণ প্রজন্মের কাছে। গত ঈদে এয়ারটেল নিবেদিত ‘ভিটামিন টি’ টেলিফিল্ম-এ তার অভিনয় মুগ্ধ করে দর্শকদের। এর আগে এয়ারটেলের ‘ভালোবাসা ১০১’ নাটকেও কাজ করেছিলেন সায়েম। সবশেষ তিনি রেদওয়ান রনির পরিচালনায় ‘ঝালমুড়ি’ ধারাবাহিকে কাজ করছিলেন। চলতি মাসের শুরুতে বিয়েও করেছেন। এই অসময়ে সায়েম সাদাতের চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না অনেকেই। বিশেষ করে তরুণ-তরুণীরা। সোমবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সায়েমকে তারা প্রকাশ করছেন নিজেদের স্মৃতিকথা।
গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন : স্বামী গ্রেফতার
নড়াইলের লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় স্বামী মো. শফিকুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সিলেট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. শফিকুল শেখ ওই মামলার প্রধান আসামি।
স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ : তিন ওয়ার্ডেই আ.লীগ প্রার্থী জয়ী
স্থগিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিন কেন্দ্রের মধ্যে দুটিতে আওয়ামী লীগ ও একটিতে বিএনপি প্রার্থী বেশি ভোট পেয়েছেন। তবে মোট ভোটের হিসেবে তিন ওয়ার্ডেই আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সোমবার শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারগণ এসব কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব কেন্দ্রের পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রতিটি বিভাগে দুদকের নজরদারি রয়েছে : দুদক মহাপরিচালক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ড. মো. শামসুল আরেফীন বলেছেন, প্রতিটি বিভাগে দুদকের নজরদারি রয়েছে। যদি কোন বিভাগের কর্মকর্তার দুর্নীতির প্রমাণ মেলে, তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সোমবার দুপুরে মাদারীপুর লিগাল অ্যাইড অ্যাসোসিয়েশনের ট্রেনিং সেন্টারে ‘দুর্নীতি প্রতিরোধে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভূমিকা শীর্ষক’ অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কামরাঙ্গীরচরে ভেজাল জুস কারখানার মালিকসহ আটক ১২
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ভেজাল জুস তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এসময় ওই কারখানার মালিক সজিব আহমেদসহ ১২ জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এ অভিযান চলে বলে জানিয়েছেন লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার এম ফয়জুল রহমান। তিনি বলেন, অভিযান চালিয়ে ওই কারখানা থেকে ৮ হাজার ১২০ বোতল ভেজাল জুসসহ ১২ জনকে আটক করা হয়েছে।
১৮ বছর পর এককভাবে সরকারে কনজারভেটিভ পার্টি
যুক্তরাজ্যে ১৮ বছর পর এককভাবে সরকার গঠন করলো কনজারভেটিভ পার্টি। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নিজ দলের সদস্যদের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। তবে নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পদে কোনো পরিবর্তন আসেনি।
আবাসিক হোটেল থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
রাজধানীর পুরান ঢাকার একটি আবাসিক হোটেল থেকে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে নবাবপুর রোডের শহীদ কাওসার সাদমান ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের ৭০৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাংবাদিকের নাম জাফর হায়াত (৬৪)। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
অটিস্টিক শিশুকে নিয়ে উড়তে আপত্তি পাইলটের
বিমানচালকের `অস্বস্তি`র কারণে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগেই বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে মার্কিন এক দম্পতি ও তাদের একমাত্র কন্যাকে। চালকের অস্বস্তি এই যে, অটিজমে আক্রান্ত ছিল দম্পতির মেয়েটি। এ অজুহাতে জরুরি ভিত্তিতে বিমান অবতরণ করে তিন জনকে নামিয়ে বিমানটি আবার তার গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
সার্চ ইঞ্জিন চালু করেছে ফেসবুক
ব্যবহারকারীদের জন্য সার্চ ইঞ্জিন চালু করেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। যেকোন ধরনের স্মার্টফোন ব্যবহারকারী এই সুবিধাটি পেতে পারেন। এই সার্চ ইঞ্জিনের সহায়তায় বিভিন্ন ওয়েবসাইট, আর্টিকেলের লিংক পাওয়া যাবে। ফেসবুক জানায়, স্ট্যাটাস আপডেট দেয়ার জন্য এই সার্চ ইঞ্জিন কাজে দেবে। নিউজ ফিডে কুয়ারি আকারে সার্চ রেজাল্টের লিংক দেখাবে। সেই লিংক চাইলে স্ট্যাটাসেও যোগ করা যাবে।
বর্তমান সরকার হাফ রাজাকার : প্রগতিশীল ছাত্র জোট
বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে প্রগতিশীল ছাত্র জোটের নেতৃবৃন্দ সরকারকে হাফ রাজাকার বলে আখ্যায়িত করেছেন। সোমবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে নববর্ষে নারী নির্যাতনের ঘটনার বিচারের দাবিতে ঘেরাও কর্মসূচীতে পুলিশের হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তারা।
টেস্ট র্যাংকিংয়ে পিছালো ইংল্যান্ড ও পাকিস্তান
ভারত ও নিউজিল্যান্ডের বড় সব জয় থাকা সত্ত্বেও আইসিসি র্যাংকিংয়ের প্রথম দুটি স্থান দখল করে রেখেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এদিকে আইসিসি পরিচালনা পর্ষদের বার্ষিক র্যাংকিংয়ে ভারত ও নিউজিল্যান্ড বড় বিজয়ীদের তালিকায় থাকলেও আন্তর্জাতিক টেস্ট র্যাংকিংয়ে আরো এক ধাপ পিছালো ইংল্যান্ড ও পাকিস্তান। কোন ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই টেস্ট র্যাংকিংয়ের প্রথম স্থান দখল করে রেখেছে দক্ষিণ আফ্রিকা আর দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
স্পিকারের রুলিং সম্পর্কে জানতে ভারত যাচ্ছেন সংসদের কর্মকর্তারা
বিভিন্ন সময় স্পিকারের দেওয়া রুলিং সম্পর্কে জানতে ভারত যাচ্ছেন জাতীয় সংসদের আট সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশের স্পিকারদের বিভিন্ন সময় দেওয়া রুলিং যাচাই-বাছাই করে তা সংগ্রহ করার জন্য এই আট সদস্যের কমিটি করা হয়েছে। ১৭ মে তিন দিনের সফরে ভারত যাচ্ছেন তারা।
বুধবার বুয়েট প্রশাসনিক ভবন ঘেরাও করবে ছাত্রলীগ
বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ও আবু সাঈদ কনকের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে বুধবার বুয়েট প্রশাসনিক ভবন ঘেরাও করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। সোমবার সন্ধ্যা ৬টায় বুয়েট শহীদ মিনার চত্বরে ছাত্রলীগ আয়োজিত এক সংহতি সমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় আরো দুই প্রকৌশলী বরখাস্ত
গাজীপুরে গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় এবার বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বরখাস্তকৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. ইকরামুল হক ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. আবুল হাসেম।
ছাত্র অপহরণের ঘটনায় পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আতঙ্কে
অপহরণের ১০ ঘণ্টা পরে উদ্ধারকৃত সাদবিন নাসির (১০) এর ঘটনায় পিরোজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চরম আতঙ্ক বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় সোমবার পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন শ্রেণিকক্ষে দুপুরের টিফিন বিরতির সময় স্কুল থেকে বাইরে যাবার নিষেধাজ্ঞা জারি করেছে।
বিএ/আরআই