মস্কোতে প্রচণ্ড ঝড়ে ১৩ জনের মৃত্যু
রাশিয়ার রাজধানী মস্কোতে প্রচণ্ড ঝড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সোমবারের ওই ঝড়ে আহত হয়েছে অারও ৭০ জন। এছাড়া ঝড়ে কয়েক শতাধিক গাছপালা উপড়ে গেছে। খবর এএফপির।
প্রাথমিক খবরে মস্কোর মেয়র সের্গেই সবিয়ানিন জানিয়েছিলেন, ঝড়ের আঘাতে ১১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৭০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। পরে আরও দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
১১ বছর বয়সী এক মেয়ের উপর গাছ উপড়ে পড়লে ঘটনাস্থলেই সে মারা যায়। এছাড়া উড়ে আসা টিনের আঘাতে ৫৭ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আহতদের পৃথকভাবে দশটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সবিয়ানিন এক টুইট বার্তায় জানিয়েছেন, কয়েক শতাধিক গাছ উপড়ে গেছে। পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি বলেও মন্তব্য করেন তিনি।
মস্কোর আবহাওয়া অধিদফতরের পরিচালক রোমান ভিলফান্ড বলেন, ঝড় চলাকালে বাতাসের গতিবেগ সেকেন্ডে ২২ মিটার ছিল।
কেএ/টিটিএন/জেআইএম