ইন্দোনেশিয়ায় ধর্মপ্রচারকের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা


প্রকাশিত: ০৬:৪১ এএম, ৩০ মে ২০১৭

সন্দেহভাজন হিসেবে ইন্দোনেশিয়ায় বিতর্কিত এক ধর্মপ্রচারকের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা করেছে পুলিশ। বর্তমানে সৌদি আরবে থাকা রিজিক শিহাব নামে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, গ্রাফিক মেসেজ ও ন্যুড ছবি দিয়ে এক নারীর সঙ্গে মেসেজ বিনিময় করছিলেন তিনি।

মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে বিয়ষটি জানানো হয়েছে। তবে পুলিশ মামলা করলেও সৌদি আরবে থাকা ওই যাজক অভিযোগ অস্বীকার করেছেন।

খবরে বলা হয়,অ্যাক্টিভিস্ট ফিরজা হুসেনকে পর্নোগ্রাফি পাঠিয়েছেন রিজিক। এ ঘটনায় তাকেও সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে দেশটির পুলিশ।

রিজিক দেশটির ইসলামিক ডিফেন্ডারস ফ্রন্ট (এফপিআই) এর নেতা। তিনি জাকার্তার সাবেক গভর্নর বাসুকি টিজাহাজা পুরনামার বিরুদ্ধে জনবিক্ষোভের নেতৃত্ব দেন।

‘বাগাড়ম্বরপূর্ণ’ বক্তব্যের জন্যে স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয় রিজিক। সহিংসতা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে দুইমাস জেলও হয়েছিল তার।

এমএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।