নব্বই দশকের নায়িকা অর্ষা


প্রকাশিত: ০৮:২০ এএম, ১১ মে ২০১৫

ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হলো নাটক ‘পাপারাজ্জি’। তরুণ নির্মাতা মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে এ নাটকটি। চলতি মাসের ৫ তারিখে শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।  

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরফান নিশো ও লাক্স সুন্দরী অর্ষা। এখানে নব্বই দশকের একজন দ্রুপদী ছবির নায়িকা চরিত্রে দেখা যাবে অর্ষাকে।

নির্মাতা জানান, নাটকের গল্পে দেখা যাবে সময়টা নব্বই দশকের।  মফস্বল একটি শহরে রঙিন স্টুডিও চালায় নিশো। মফস্বলের হলেও নিশো দুর্দান্ত ছবি তোলে। অর্ষা ক্লাসিক্যাল সিনেমার নায়িকা। সে খুব ভাব নিয়ে চলাফেরা করে।  সহজে কেউ তার পাশে ঘেঁষতে পারে না।

একবার শুটিং দেখতে গিয়ে নিশো নায়িকা অর্ষার কিছু অপ্রস্তুত অবস্থার ছবি তুলে ফেলে। কিন্তু এ ছবিগুলো কৌশলে আবিষ্কার করে অর্ষা। এ ছবি দেখার পরই অর্ষা বুঝতে পারে সে যা করছে আসলে তার ভিতরের মানুষটা তা না।  

তারপর মানসিক সংকট তৈরি হয় অর্ষার। ছন্নছাড়া এ যুবকের কাছে ছুটে যায় সে। কিন্তু শূন্য একটা ডার্ক রুম আর অর্ষার অজস্র ছবি ছাড়া কিছুই নেই সেখানে। কারণ পাপারাজ্জি যুবকটি কোথায় জানি নিরুদ্দেশ হয়ে গেছে।  

অর্ষা ও নিশো ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মামুনুর রশিদ, শম্পা রেজা, নিয়াজ মোর্শেদ, হিমেল, তমালসহ অনেকে। বাংলাভিশনে নাটকটি প্রচারিত হবে জানিয়েছেন নির্মাতা দিদার।  

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।