সিগারেটে ১০০ ভাগ কর আরোপ করছে সৌদি আরব


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৮ মে ২০১৭

সিগারেট, কোমল পানীয় ও কার্বোনেটেড পানীয়’র ওপর কর আরোপ করছে সৌদি আরব। আগামী ১০ জুন থেকে নতুন এই কর আরোপ শুরু হবে।

দেশটির জাতীয় দৈনিক সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় সহযোগিতা পরিষদভূক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে সৌদি আরবই প্রথম সিগারেটসহ পানীয়’র ওপর কর আরোপের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। রোববার দেশটির জেনারেল অথরিটি অব জাকাতের বরাতের দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি গ্যাজেট।

এর আগে গত ২৩ মে জিসিসি’র জেনারেল সচিবালয় সিগারেট ও পানীয়’র ওপর ১০০ ভাগ কর আরোপের সিদ্ধান্ত নেয়। এতে বলা হয়, কার্বোনেটেড পানীয়’র ওপর ৫০ শতাংশ কর আরোপ করা হবে। এছাড়া আগামী বছরের ১ জানুয়ারি থেকে এসব পণ্যের ওপর মূল্য সংযোজন করও (ভ্যাট) আরোপ করা হবে।

উপসাগরীয় অঞ্চলের দেশেগুলোতে তামাক পণ্য ও শক্তি পানীয়র ওপর ১০০ ভাগ কর আরোপের সিদ্ধান্ত নেয় জিসিসি। সৌদি আরবের এই কর আরোপের সিদ্ধান্ত লঙ্ঘনকারীকে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুণতে হবে।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।