রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প


প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৭ মে ২০১৭

পবিত্র রমজান উপলক্ষে বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান তিনি।

তিনি বিশ্বের সব মুসলমানদের জন্য আনন্দদায়ক রমজান কামনা করেন। পবিত্র এই মাস পালনকারী যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের উল্লেখ করা হয়েছে হোয়াইট হাউসের ওই বিবৃতিতে।

গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় মুসলিমবিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। শেষ পর্যন্ত ছয় মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি; তবে যুক্তরাষ্ট্রের আদালত ট্রাম্পের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছেন।

রমজান উপলক্ষে মুসলিমদের জানানো ওই শুভেচ্ছা বার্তায় সম্প্রতি সৌদি আরব সফরের কথা তুলে ধরেছেন মার্কিন এই প্রেসিডেন্ট। এতে সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অব্যাহত লড়াইয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সন্ত্রাসবাদ পুরোপুরি রমজানের শিক্ষার বিপরীত।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।