কম্পিউটার সমস্যা : ভেঙে পড়েছে ব্রিটিশ এয়ারওয়েজের যাত্রীসেবা


প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৭ মে ২০১৭

কম্পিউটার সমস্যার কারণে ব্রিটিশ এয়ারওয়েজের যাত্রীবাহী বিমানের উড্ডয়নে বিলম্ব দেখা দিয়েছে। ব্রিটিশ এই এয়ারলাইন্স কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে।

যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে ব্রিটিশ এয়ারওয়েজ বলছে, যত দ্রুত সম্ভব তারা কম্পিউটার সমস্যা সমাধানে কাজ করছেন।

ব্রিটেনের হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, সমস্যা সমাধানে তারা ব্রিটিশ এয়ারওয়েজের সঙ্গে ঘণিষ্ঠভাবে কাজ করছে।

তবে কম্পিউটার সমস্যার কারণে ঠিক কতগুলো ফ্লাইটের বিলম্ব হয়েছে তা এখনো জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক যাত্রীই বেশ কিছু সংখ্যক বিমানের ফ্লাইটে বিলম্ব ঘটেছে।

সূত্র : বিবিসি।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।