তৈরী হলো কৃত্রিম শুক্রাণু!


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১০ মে ২০১৫

সন্তান জন্ম দিতে অক্ষম পুরুষেরা এবার নিশ্চিন্তে থাকতে পারেন। কেননা বিজ্ঞানীরা গবেষণাগারেই বানিয়ে ফেলছেন শুক্রাণু। এই প্রথম এমনই এক যুগান্তকারী আবিষ্কার করেছেন ফরাসী গবেষকরা।

জানা গেছে, ফ্রান্সের ক্যালিস্টেম ল্যাবরেটরিতে তৈরি হয়েছে এই শুক্রাণু। ল্যাবরেটরির সিইও ইসাবেল কুয়োক জানিয়েছেন এই আবিষ্কার বিশ্ব জুড়ে ব্যাপক সাড়া ফেলবে। তাঁরা তৈরি করেছেন সম্পূর্ণ শুক্রাণু যা সন্তান উৎপাদনে সক্ষম। এই প্রক্রিয়ায় মানব শরীরের বাইরে ডিম্বাণু ও শুক্রাণু মিলিয়ে ভ্রূণের প্রাথমিক অবস্থা পর্যন্ত তৈরি করে শরীরের মধ্যে স্থাপন করা হয়।

বিজ্ঞানীর জানিয়েছেন, পুরুষের শরীর থেকে ‘ফার্টিলিটি টিস্যু’ সংগ্রহ করেছেন তারা। যাকে বলা হয় স্পার্মাটোজোনিয়া। এই টিস্যু থেকে টেস্ট টিউবের মধ্যে তৈরি হবে সম্পূর্ণ শুক্রাণু। ৭২ দিন লাগে এই পুরো প্রক্রিয়ায়।

তবে এই প্রক্রিয়া এখনও পর্যন্ত প্রয়োগ করা হয়নি। আগামী ২৩ জুন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। বিজ্ঞানীদের দাবি এই পরীক্ষা সফল হলে প্রতি বছর এর সুফল পাবেন প্রায় ৫০,০০০ পুরুষ।

এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।