মিসরে বাসে বন্দুক হামলায় নিহত ২৩
মিসরে একটি বাসে বন্দুক হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৫ জন। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, কপটিক খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনকে বহনকারী একটি বাসে ওই হামলা চালানো হয়। খবর বিবিসির।
রাজধানী কায়রো থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে মিনিয়া প্রদেশে ওই হামলা চালানো হয়েছে। ওই বাসটি সামুয়েল স্টেট আশ্রমের দিকে যাচ্ছিল।
গত কয়েক মাসে কপটিক সম্প্রদায়ের ওপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
গত এপ্রিলের ৯ তারিখে বেশ কয়েকটি গির্জায় আত্মঘাতী হামলার ঘটনায় ৪৬ জন নিহত হয়।
বাসে বন্দুকধারীদের হামলার ঘটনায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি। জঙ্গিদের বিরুদ্ধে প্রয়োজনে যে কোনো পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছেন তিনি।
টিটিএন/পিআর