তেলবাজরাই এখন তৈলাক্ত ইতিহাস রচনা করছেন : তারেক


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৪

যারা এখন বিএনপি কিংবা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে বিভ্রান্তি ছড়ান বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের অনেকেরই গৌরবজনক অংশগ্রহণ ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে সোমবার পূর্ব লন্ডনের অট্রিয়াম ব্যাংকুয়েটিং হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি  এ কথা বলেন।

তিনি বলেন, এদের অনেকেই ১৯৭১ সালে ২৫শে মার্চ রাতে পাকিস্তানিদের কাছে স্বেচ্ছা সমর্পণের আগে শেখ মুজিবের দেয়া তেল নাকে দিয়ে ঘুমিয়েছিলেন। এই তেলবাজরাই এখন নিজেদের ব্যর্থতা আড়াল করতে তৈলাক্ত ইতিহাস রচনা করছেন। তাদের গলাবাজিতে প্রকৃত মুক্তিযোদ্ধারা অসহায়।

তারেক রহমান বলেন,  শেখ মুজিব হত্যার সঙ্গে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত ছিল তারাই জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার করেছেন।  ইতিহাস বিকৃতি করছেন। শেখ মুজিব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ১৫ই আগস্ট। আর জিয়াউর রহমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ১৯৭৭ সালের ২১শে এপ্রিল। এই সময়ের  মধ্যে দুইজন ব্যক্তি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন হলেন মুশতাক আহমদ। অপরজন বিচারপতি সায়েম।

তিনি বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রের ক্ষমতা নিতে চাইলে এতদিন অপেক্ষা করার দরকার ছিল না। কারণ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গৌরবজনক ও সাহসী ভূমিকার কারণে জিয়াউর রহমান সবসময় দেশের জনগনের কাছে ছিলেন জনপ্রিয়।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম কয়ছর আহমেদের পরিচালনায় সভার শুরুতে জাতীয় সঙ্গীত ও  দলীয় সঙ্গীত পরিবেশন করেন  জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস যুক্তরাজ্য শাখা।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত  বিএনপির সার্বিক দিক তুলে ধরে তারেক রহমানের শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন নির্মিত ‘লং ওয়াক টু ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।