গণমাধ্যম যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীন : মেনন


প্রকাশিত: ১১:০১ এএম, ১০ মে ২০১৫

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম যেকোন সময়ের তুলনায় অনেক বেশি স্বাধীন। অবাধ মত প্রকাশে সাংবাদিকগন স্বাধীনভাবে কাজ করছেন। কোন গণমাধ্যম অতীতে এর চেয়ে বেশি স্বাধীনতা পায়নি। তাসত্ত্বেও কিছু সংখ্যক মানবাধিকার সংগঠন মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলছেন। যা অনভিপ্রেত ও দুঃখজনক।

রোববার ঢাকায় দৈনিক ভোরের পাতা পত্রিকার এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আরো বলেন, একটি পত্রিকার পাঠক প্রিয়তা সৃষ্টি, পাঠক বৃদ্ধি এবং পাঠক ধরে রাখার জন্য প্রয়োজন বস্তুনিষ্ঠ গ্রহণযোগ্য তথ্য পরিবেশন। বাংলাদেশে সংবাদপত্র শিল্প হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবাধে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের পদ্ধতি এখন পাল্টে গেছে। বস্তুনিষ্ঠতার সাথে দ্রুততা সংবাদপত্রের অতি জরুরি একটি অনুসঙ্গ হয়ে দেখা দিয়েছে।

পরে মন্ত্রী কেক কেটে একদশক পূর্তি অনুষ্ঠানের উদ্ধোধন করেন। অনুষ্ঠানে স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।