রমজানে ১০১৪ বন্দিকে ক্ষমা ঘোষণা আমিরাতের


প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৪ মে ২০১৭

রমজান উপলক্ষে এক হাজারেরও (১০১৪) বেশি বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। আমিরাতের বিভিন্ন কারাগারের এসব বন্দির মধ্যে অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছেন।

দুবাইয়ের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসসাম এইসা আল হুমাইদিন বলেন, ভাইস প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা ঘোষণার ফলে বন্দিদের পরিবারে আনন্দ বয়ে আনবে। এছাড়া বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরতে ও নিজ সম্প্রদায়ে পুনর্বাসিত হতে সহায়তা করবে এই ক্ষমা।

আল হুমাইদিন বলেন, এই আদেশ বন্দিদের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। কেননা এর ফলে বন্দিরা তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের সুযোগ পাবেন। একই সঙ্গে তাদের জীবন নতুন করে শুরু করতে পারবেন।

দুবাইয়ের এই অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের আদেশ বাস্তবায়নের জন্য পাবলিক প্রসিকিউশনের কার্যক্রম শুরু হয়েছে।

সূত্র : গালফ নিউজ।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।