ব্রিটেনের নির্বাচনে মুসলিমদের জয়জয়কার


প্রকাশিত: ১১:৫৯ এএম, ০৯ মে ২০১৫

শেষ হয়ে গেল ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচন। সেখানে এবার ৮ নারী এমপিসহ সর্বমোট ১৩ জন মুসলিম প্রার্থী নির্বাচিত হয়েছেন। তবে তার চাইতেও আলোচিত বিষয় হলো ইংল্যান্ডের হাউজ অব কমেন্সে বসতে যাচ্ছেন ১৩ জন মুসলিম এমপি।

এই ১৩ প্রতিনিধির মধ্যে রয়েছেন বাংলাদেশের তিন সাহসী কন্যা রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হক।

এর আগে ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচনে এতো সংখ্যক মুসলিম প্রতিনিধি নির্বাচিত হননি। জানা যায় নির্বাচিত ৮ মুসলিম মহিলা প্রতিনিধির মধ্যে ৬ জনই লেবার পার্টি হতে নির্বাচিত এবং অন্য দুজনের একজন স্কটিশ ন্যাশনাল পার্টি ও অপরজন কনজারভেটিভ থেকে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত ১৩ মুসলিম এমপি হচ্ছেন তাসনিম আহমেদ শেখ, রূপা আহমেদ, টিউলিপ রেজওয়ানা সিদ্দীক, নুসরাত গনি, নাজ শাহ, ইমরান হুসেইন, খালিদ মাহমুদ, শাবানা মাহমুদ, রুশনারা আলি, ইয়াসমিন কোরেশী, সাদিক খান, সাজিদ জাভেদ ও রেহমান চিশতী।

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।