বাংলাদেশে দুই বছর জেল খেটে মুক্তি পেলেন ভারতীয় মা-ছেলে


প্রকাশিত: ০৯:১৪ এএম, ২৩ মে ২০১৭

বাংলাদেশের জেলে দুই বছর বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন ভারতীয় এক নারী এবং তার ছেলে। আন্নাবালা দাস (৫০) ও তার ছেলে বিজয় কুমার দাস (২২) সোমবার বাংলাদেশের জেল থেকে ছাড়া পান। ভারতের জলপাইগুড়ির ভক্তিনগর থানার পাইপলাইন নিরঞ্জননগর গ্রামের বাসিন্দা তারা।

২০১৫ সালের ২৬ মার্চ পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে প্রবেশ করেন তারা। অসুস্থ বাবাকে দেখার জন্য ছেলেকে নিয়ে বগুড়ার বৃন্দাবনপাড়া যাচ্ছিলেন আন্নাবালা। দালালের সহায়তায় হিলি সীমান্ত পার হন তারা।

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) তাদের গ্রেফতার করে। ওই রাতেই ১৯৭৩ সালের পাসপোর্ট আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

তিনমাস আটক থাকার পর আদালত তাদের দুই বছরের সাজা দেন। গত সোমবার তারা মুক্তি পান।

কেএ/টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।