নির্ঝরের কথায় মা ছাড়া প্রথম


প্রকাশিত: ০৮:১৫ এএম, ০৯ মে ২০১৫

সকল মায়েদের উৎসর্গ করে স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে ১০১টি সমকালীন গানের অ্যালবাম ‌‘এক নির্ঝরের গান’র প্রথম গানটির প্রকাশনা হতে যাচ্ছে। আগামীকাল ১০ই মে, শুক্রবার মা দিবসে এটি প্রকাশ হচ্ছে।

‘মা ছাড়া প্রথম’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন নতুন শিল্পী মৈত্রী ইসলাম। এর সঙ্গীতায়োজন করেছেন রেজাউল করিম লিমন। এবিসি রেডিওতে গানটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পী ও সংশ্লিষ্টরা।

এছাড়াও, ওই দিন থেকেই গানটির মিউজিক ভিডিও দেখা যাবে দেশের একমাত্র মিউজিক চ্যানেল গানবাংলায়। এছাড়াও ইউটিউব-এ গানটি দেখা যাবে: https://www.youtube.com/c/gaanshala লিঙ্কে গিয়ে।

বিশ্বে প্রথমবারের মতো একসাথে ১০১টি মৌলিক গানের অ্যালবাম প্রকাশনা এই প্রথম। এনামুল করিম নির্ঝরের লেখা ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ গানটি এর আগে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো।

মিউজিক লেবেল ‘গানশালা’ থেকে প্রকাশিত এই অ্যালবামটিতে দেশের প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি আনকোরা নতুন শিল্পীরাও গান গেয়েছেন। জনপ্রিয় শিল্পীদের মধ্যে রয়েছেন এন্ড্রু  কিশোর, সুবীর নন্দী, নকীব খান, ফুয়াদ নাসের বাবু, চন্দনা মুজমদার, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, অর্ণব, বাপ্পা, কনা, মিলন মাহমুদ, গাউসুল আলম শাওন, নবনীতা, গৌরব, লিমন, মুন, মাহাদি, শুভ, ও সভ্যতা।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।