হেলিকপ্টারে হামলার দায় স্বীকার তালেবানের


প্রকাশিত: ০৩:০২ এএম, ০৯ মে ২০১৫

পাকিস্তানে হেলিকপ্টারে হামলার দায় স্বীকার করেছে দেশটির চরমপন্থী সশস্ত্র ইসলামিক গোষ্ঠি তালেবান। এক বিবৃতির মাধ্যমে তালেবানরা জানান, হামলার মূল টার্গেট ছিল প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। খবর এনডিটিভি।

তালেবানের মুখপাত্র মোহাম্মদ খোরাসানি এক ই-মেইলে জানিয়েছেন, বিমানবিধ্বংসী মিসাইল ব্যবহার করে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়েছে। এর মাধ্যমে হেলিকপ্টারের পাইলটসহ বিদেশি রাষ্ট্রদূতকে হত্যা করা হয়েছে। উর্দু ভাষায় লেখা ওই ই-মেইলে তালেবানের দাবিটি সত্য কি-না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, শুক্রবার বেলুতিস্তানের গিলগিট এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই রাষ্ট্রদূতসহ ছয়জন নিহত হন। এদিকে, পাকিস্তান শাসিত কাশ্মীরের ওই অঞ্চলে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। তবে হেলিকপ্টার বিধ্বস্তের খবর পেয়ে তিনি রাজধানী ইসলামাবাদে ফিরে যান।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।