অভিবাসন নীতি নিয়ে চিন্তিত প্রবাসী বাঙালিরা


প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০৮ মে ২০১৫

বাঙালি ৩ নারীর বিজয়ের মধ্য দিয়ে শেষ হল যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। নির্বাচন ঘিরে লন্ডনের বাঙালি কমিউনিটির কাছে প্রধান ইস্যু ছিল অভিবাসন নীতি।

লেবার পার্টি অভিবাসী আইনের পক্ষে থাকলেও বরাবরই এর বিরোধী কনজারভেটিভ পার্টি। তাই অভিবাসী প্রশ্নে স্বস্তিতে নেই, বাঙালি কমিউনিটি। আবারো ক্ষমতায় থাকছে কনজারভেটিভ পার্টি। এনিয়ে চিন্তিত লন্ডনের বসবাসরত বাঙালিরা।

বৃটেনের সাধারণ নির্বাচনের হাওয়া এখন দেশটির সর্বত্র। ৫৬তম ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের এবারের নির্বাচনে প্রধান ইস্যু ছিল দেশটির স্বাস্থ্য ব্যবস্থা, আবাসন সংকট, অর্থনীতি আর অভিবাসন।

তবে প্রধান দুই দল, কনজারভেটিভ আর লেবারের ঘোষণায় অভিবাসনকে দেশটির জন্য সমস্যা হিসেবে দেখা গেলেও অনেক রাজনৈতিক পর্যবেক্ষক এতে ব্যাখ্যা করতে চান ভিন্নভাবে। তাদের মতে, কনজারভেটিভ সরকার হবে অভিবাসী বিরোধী আর লেবার চায় অভিবাসনকে নিয়ন্ত্রণ করতে।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।