ক্যামেরনই থাকলেন ব্রিটেনের ক্ষমতায়


প্রকাশিত: ১২:০০ পিএম, ০৮ মে ২০১৫

সব হিসাব-নিকাশ উল্টে সবাইকে চমক দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আরও পাঁচ বছর যুক্তরাজ্যের শাসন ক্ষমতায় থাকছেন ডানপন্থী কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন।

পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে ৬৪৩টি আসনের ফলাফলে কনজারভেটিভ পার্টি ৩২৬টিতে জয় পেয়েছে। অন্যদিকে বিরোধী দলে থাকা লেবার পার্টি পেয়েছে ২৩০ আসন।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সরকার গঠনের ব্যাপারে আশা প্রকাশ করেছেন ক্যামেরন। অন্যদিকে এই নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন বিরোধী লেবার দলের নেতা এড মিলিব্যান্ড।

৫৬টি আসনে জয় পাওয়া স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) স্কটল্যান্ড থেকে লেবার পার্টিকে একপ্রকার নির্মূলই করে দিয়েছে। এছাড়া লিবারেল ডেমোক্রেটসরা ৮টি এবং ২৩টি আসনে অন্যান্য দল জিতেছে।  

নিয়ম অনুযায়ী নিরঙ্কুশ জয়ের জন্য ৩২৬ আসন পেতে হলেও পার্লামেন্টে আয়ারল্যান্ডের সিন ফিনের চারটি আসন এবং স্পিকারের ভোট থাকে না বলে সংখ্যাগরিষ্ঠতার জন্য কর্যত ৩২৩ আসনই যথেষ্ট।  

## জয়ের দ্বারপ্রান্তে ক্যামেরনের কনজারভেটিভ পার্টি
## পদত্যাগ করলেন লেবার দলের প্রধান এড মিলিব্যান্ড

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।