সিআইএ’র ২০ গুপ্তচরকে হত্যা-কারাবন্দী করেছে চীন


প্রকাশিত: ০৩:২৩ এএম, ২১ মে ২০১৭

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রায় ২০ জন গুপ্তচরকে কারাবন্দী বা হত্যা করেছে চীনা সরকার। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে ওই গুপ্তচরদের কারাবন্দী বা হত্যা করা হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। খবর বিবিসির।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চীন সিআইএর তথ্য হ্যাক করেছে নাকি কোনো গুপ্তচরের কাছ থেকে ওই সংবাদদাতাদের তথ্য যোগার করেছে কিনা তা পরিস্কার নয়।

কর্মকর্তারা আরো জানিয়েছেন, অন্যদের সতর্ক করতে এক গুপ্তচরকে চীনের একটি সরকারি অফিস চত্বরে গুলি করে হত্যা করা হয়। তবে ওই প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করেনি সিআইএ।

সিআইএর চার সাবেক কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ২০১১ সালের দিকে সিআইএর গুপ্তচররা নিখোঁজ হয়েছিলেন।

এছাড়া ২০১২ সালে চীনের নিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়। এরপর আর কাউকে আটক করা হলেও সেটা জনসম্মুখে প্রকাশ করা হয়নি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।