জয়ের দ্বারপ্রান্তে ক্যামেরনের কনজারভেটিভ পার্টি


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০৮ মে ২০১৫

ব্রিটেনের সাধারণ নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ক্ষমতাসীন ক্যামেরন সরকারের কনজারভেটিভ পার্টি। মোট ৬৫০টি আসনের মধ্যে সর্বশেষ ৬৩২ টি আসনের ফল পাওয়া গেছে।

এর মধ্যে ৩১৭ আসনে জয় পেয়েছে কনজারভেটিভ পার্টি। লেবার পার্টি পেয়েছে ২২৮ আসন। এছাড়া স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ৫৬ আসন। বাকি আসনগুলো পেয়েছে অন্যান্য দলগুলো।  

আর মাত্র ১৮ আসনের ফল ঘোষণা বাকি রয়েছে। তবে জয় যে ক্যামেরনের হচ্ছে তা কোন দ্বিধা ছাড়ায় বলা যায়।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।