৭ মে : একনজরে সারাদিনের খবর
সীমান্ত চুক্তি বিল লোকসভায় পাস
বাংলাদেশ- ভারত সীমান্ত চুক্তি বিষয়ক বিলটি লোকসভায় পাস হয়েছে। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ লোকসভায় বহুল প্রতীক্ষিত এ বিলটি উত্থাপন করলে ভোটের মাধ্যামে পাস হয়। বিলটি পাস করতে ভারতীয় পার্লামেন্ট সদস্যদের সংবিধানে ১১৯তম সংশোধনী আনতে হয়। সেক্ষেত্রে দেশটির নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন হয়।
প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ফোন
বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময়ে লোকসভায় সীমান্ত চুক্তি বিল পাস হওয়ার খবর জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার লোকসভায় বিল পাসের সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদির ফোন আসে বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন।
ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ফলোঅনের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১০৭ রান। ফলোঅন এড়াতে বাংলাদেশের আরও প্রয়োজন ২৫১ রান। সাকিব ১৫ রান নিয়ে ব্যাট করছে।
রাসিক মেয়র বুলবুল সাময়িক বরখাস্ত
নাশকতার মামলায় গ্রেফতার এড়াতে পালিয়ে থাকা রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশের আবেদনের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি বিকেলের মধ্যেই সিটি র্কপোরেশনে পৌঁছতে পারে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
সিইসিকে তাবিথের খোলা চিঠি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ ভূমিকা ও অনিয়মের অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর খোলা চিঠি দিয়েছেন ওই নির্বাচনে বাস প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তাবিথ আওয়াল।
ভারত-বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ছিটমহলবাসীর
অবশেষে ভারতের লোকসভায় স্থল সীমান্ত চুক্তি বিল পাস হলো। কেটে গেল আধাঁর। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের লোকসভা এ বিল পাসের মধ্য দিয়ে ৬৮ বছরের ছিটমহল সমস্যার সমাধান টানলো। জয়-তু ছিটমহলবাসী। বাংলাদেশ-ভারত অভ্যন্তরের ১৬২ ছিটমহলে এখন আনন্দের বন্যা। বাধ ভাঙা আনন্দে উদ্বেলিত অর্ধ লক্ষাধিক ছিটমহলবাসী।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ছিটমহল ১৫০নং দাসিয়ার ছড়ায় আনন্দ র্যালি, লাঠি খেলা উৎসব ও ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ৪ : মারা গেছে ২২০টি গরু
সুনামগঞ্জে বৃহস্পতিবার বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। বজ্রপাত ও শিলাবৃষ্টিতে আহত হয়েছেন আরও ১৮ জন কৃষক। ঝড় ও শিলার তাণ্ডবে ধ্বংস হয়েছে দুই হাজারের বেশি কাঁচা ঘর-বাড়ি এবং পৌনে ৪০০ হেক্টর জমির পাকা ধান। মারা গেছে বিভিন্ন হাওরে থাকা ৮টি ভেড়াসহ ২২০টি গরু।
বর্ষবরণে নারী লাঞ্ছনা : ফেঁসে যাচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা
বর্ষবরণে নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত একজন অপরাধীকেও ধরতে পারেনি পুলিশ। এমনকি ঘটনার ২৩ দিনেও কাউকে শনাক্ত হয়নি। তবে দায়িত্বে অবহেলার কারণে ও ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দুই অপরাধীকে ছেড়ে দেয়ায় ফেঁসে যাচ্ছেন পুলিশের এক পরিদর্শক ও উপ-পরিদর্শক।
টিডিএস কার্যকরে উদ্যোগ নিচ্ছে এনবিআর
মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, সক্ষমতা বৃদ্ধি এবং কর প্রদানের সুফল ও গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করার মাধ্যমে উৎস কর কর্তন (টিডিএস) কার্যকর করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ জন্য কর কর্মী ও কর্মকর্তা এবং দেশব্যাপী সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। টিডিএস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান অনুসরণ নিশ্চিত করা হবে যা যথাযথ আয়কর আদায়ে সরকারের জন্য সহায়ক হয়।
বেসরকারি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের রায় বহাল
বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্বেও বঞ্চিতদের নিয়োগ দিতে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ এ বিষয়ে আনা আপিল আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন। ফলে হাইকোর্টে রিট করা ১০ প্রার্থীকে নিয়োগ দিতে হবে বলে জানিয়ে সংশ্লিষ্ট আইনজীবী।
সোনিয়া গান্ধীকে মোদির ধন্যবাদ
বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময়ে রাজ্যসভা ও লোকসভায় সীমান্ত চুক্তি বিল পাস হওয়ায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কুমিল্লায় বজ্রপাতে মা-ছেলেসহ ৫ জনের মৃৃত্যু : আহত ৫
কুমিল্লায় বজ্রপাতে মা-ছেলেসহ পৃথকভাবে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৫ জন। বৃহস্পতিবার বিকেলে জেলার বরুড়া, হোমনা ও তিতাসে পৃথক এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া উপজেলার কাচিয়াপুকুরিয়া গ্রামে বাড়ির পাশে বিকেল ৪টার দিকে সবজি ক্ষেতে কাজ করার সময় আবদুল মালেকের স্ত্রী ফয়জুন্নেসা (৬০), তার ছেলে মহসিন মিয়া (৪০) ও নাতি রবিউল (১০) বজ্রপাতে মারাত্মক আহত হয়।
পাকিস্তানেও নেই দাউদ ইব্রাহিম!
ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার দাউদ ইব্রাহিম পাকিস্তানে নেই বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। আর এই ঘোষণার পরই আন্তর্জাতিক মহলে জোর জল্নপা শুরু হয়ে গেল। সবার এক কথা, কোথায় আছেন দাউদ ইব্রাহিম?
মোদিকে টক্কর দিতে টুইটার অ্যাকাউন্ট রাহুলের!
তার কাঁধে ভর করেই কেন্দ্রে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে কংগ্রেস। তিনি দলের সর্বভারতীয় সহ-সভাপতি রাহুল গান্ধী। একেবারে নিজস্ব কায়দা আমদানি করে তিনি রাজনীতির ময়দানে নেমেছেন। প্রায় দু`মাস অজ্ঞাতবাসে থাকার পর তিনি কোমর বেঁধে নেমে পড়েছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। জমি অধিগ্রহণ অর্ডিন্যান্সের মতো বহু কিছু নিয়েই বিরোধি।
খালেদা জিয়া জঙ্গি রাণী: নৌমন্ত্রী
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জঙ্গি রাণী আখ্যায়িত করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। ভারতের দস্যু রাণী ফুলনদেবীর উদাহরণ টেনে তিনি বলেন, দস্যুতায় শ্রেষ্ঠ ছিলেন বলে তাকে দস্যুরাণী আখ্যায়িত করা হয়েছিল। আবার বাংলাদেশে একজন জঙ্গি রাণীর সৃষ্টি হয়েছে। যিনি জঙ্গিকে নিয়ে কাজ করেন। তিনি হলেন খালেদা জিয়া জঙ্গি রাণী।
যুদ্ধাপরাধীদের মতই খালেদার বিচার হবে : কামরুল
যুদ্ধাপরাধীদের মতই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ১/১১-এর প্রেক্ষাপটে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগ এ আলোচনা সভার আয়োজন করে।
বনানীতে বিপুল ভেজাল ওষুধ জব্দ
রাজধানীর বনানী থানাধীন বায়তুল নুর মসজিদ কমপ্লেক্স এলাকায় অভিযান পরিচালনা করে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় থেকে বিপুল ভেজাল ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চলে। ড্রিম টুগেদার (প্রা.) লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানে অনুমোদনহীন বিক্রয় ও মজুদের অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা ও পরিচালককে আটকপূর্বক জরিমানা করেন আদালত।
চালকবিহীন ১৮ চাকার ট্রাক!
শিরোনাম দেখে অবাক লাগলেও সত্যিই এমন অদ্ভুত ট্রাক তৈরি করেছেন জার্মানীর ডিয়ামলার কোম্পানীর ব্যাবস্থাপক। প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা বোর্ডের একজন সদস্য বলেন হাইওয়ে রাস্তাগুলোতে চালকবিহীন এ ট্রাকটি নির্বিঘ্নে চলাচল করতে পারবে। গাড়ীটির বিশেষত্ব স্বরূপ তিনি বলেন, এটি মুলত কম্পিউটার অপারেটিং দ্বারা নিয়ন্ত্রিত এবং গাড়িটিতে ১৮টি চাকা সংযোজন করা হয়েছে।
কাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আগামী ১৮ মে থেকে তিন মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে। গত মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই গেজেটে আদেশটি জারি করবে জেলা প্রশাসন। ওইদিন মধ্যরাত থেকে এ আদেশ কার্যকর হবে।
রাশিয়ার মহাকাশ সরবরাহ যান ভস্মীভূত হবে শুক্রবার
আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে পাঠানো মনুষ্যবিহীন মহাকাশ সরবরাহ যানটির কিছু অংশ শুক্রবার পৃথিবীতে ফিরে আসবে এবং বায়ুমন্ডলে ভস্মীভূত হবে বলে জানিয়েছে রাশিয়া। মহাকাশ যানটি উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পর এর সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাহুলের বিরুদ্ধে মানহানির মামলার কার্যক্রম সুপ্রিম কোর্টে স্থগিত
কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধীর বিরুদ্ধে করা মানহানি মামলার কার্যক্রম স্থগিত করেছে ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি দীপক মিশ্র ও পিসি পন্থের বেঞ্চ এই স্থগিতাদেশ দেন। ‘মহাত্মা গান্ধীকে হত্যার জন্য আরএসএস দায়ী’ রাহুল গান্ধীর এ বক্তব্যের পর তার বিরুদ্ধে মানহানির এ মামলা করা হয়।
বিএ/আরআইপি