মার্কিন বিমানকে তাড়িয়ে দিল চীনা বিমান


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ১৯ মে ২০১৭

পূর্ব চীন সাগরের জলসীমায় মার্কিন বিমানের প্রবেশে বাধা দিয়েছে চীন। দেশটির দুটি সুখোই সু-৩০ জঙ্গিবিমান পূর্ব চীন সাগরে যুক্তরাষ্ট্রের পাঠানো বিমানকে তাড়িয়ে দিয়েছে। মার্কিন সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

পূর্ব চীন সাগরের ওপর দিয়ে আন্তর্জাতিক আকাশ সীমার ভেতরেই ইউএস ডব্লিউসি-১৩৫ বিমানটি তেজস্ক্রিয়তা অনুসন্ধানের কাজ করছিল।

মার্কিন কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, এসময় চীনের একটি বিমান মার্কিন বিমানটির ৪৫ মিটারের মধ্যে চলে আসে।

দীর্ঘদিন ধরে পূর্ব চীন সাগরে চীনের সন্দেহজনক সামরিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে কিছুটা উত্তেজনা বিরাজ করছে।

মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল লরি হজ বলেন, যথাযথ সামরিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি চীনকে অভিহিত করা হয়েছে।

দক্ষিণ ও পূর্ব চীন সাগরের প্রায় সব বিতর্কিত অঞ্চলের উপর চীন একাই কর্তৃত্ব দাবি করে আসছে। যদিও ওই এলাকাগুলোতে অন্যান্য দেশেরও প্রতিদ্বন্দ্বিতামূলক দাবী রয়েছে।

কেএ/টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।