ব্রিটেনের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু


প্রকাশিত: ১২:৪১ পিএম, ০৭ মে ২০১৫

ব্রিটেনের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের রক্ষণশীল দল এবং এড মিলিব্যান্ডের লেবার পার্টির মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। প্রধান দল দুটি ছাড়াও বেশ কয়েকটি ছোট দলও নির্বাচনে অংশ নিচ্ছে।

দেশব্যাপী স্থানীয় সময় সকাল ৭টায় (গ্রিনিচ মান সময় ০৬০০) ভোট গ্রহণ শুরু হয়েছে। রাত ১০টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। শুক্রবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তবে নতুন সরকারের জন্য ভোটারদের আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। কারণ এবারে এই নির্বাচনের ফলে ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।